+1234567890
Class V Env Sample Questions

১। উত্তর লেখো-

(ক) পরিবেশের জৈবিক উপাদান কয়টির নাম কী কী?
উত্তর:- পরিবেশের জৈবিক উপাদান কয়টির নাম হল – উদ্ভিদ, প্রাণী, পাখি, কীট-পতঙ্গ, অণুজীব ইত্যাদি।

(খ) পেঙ্গুইন পাখির শরীরের গঠন কেমন ?
উত্তর:- পেঙ্গুইনের দেহের গঠন ডিম্বাকৃতি লম্বা শরীরে ছোটো ছোটো দুটি পাখনা আছে৷ ডানা দুটো ছোটো হওয়ার জন্য তারা উড়তে পারে না। কিন্তু তারা হাঁটতে ও সাঁতার কাটতে পারে৷

(গ) জলাভূমি কাকে বলে?
উত্তর:- সাধারণত সাময়িকভাবে বা স্থায়ীভাবে জলমগ্ন স্থানকে জলাভূমি বলে৷

(ঘ) পরিবেশের অজৈবিক উপাদানসমূহ কী কী ?
উত্তর:- পরিবেশের অজৈবিক উপাদানসমূহ হল – বায়ু, জল, মাটি, নদী, ঝরনা, পাহাড়-পর্বত ইত্যাদি।

(ঙ) মানবসৃষ্ট পরিবেশ বলতে কী বোঝো?
উত্তর:- প্রকৃতি থেকে পাওয়া উপাদানগুলো দ্বারা নির্মাণ করা ঘর-বাড়ি, রাস্তা-ঘাট, সেতু, উদ্যান, উদ্যোগ, কীর্তিচিহ্ন ইত্যাদিই হচ্ছে মানবসৃষ্ট পরিবেশ।

(চ) মরুভূমিতে বসবাসকারী দুটো প্রাণীর নাম লেখো।
উত্তর:- মরুভূমিতে বসবাসকারী দুটো প্রাণীর নাম হল – উট, মাকড়াসা, সাপ৷

(ক) পরিবেশে জৈবিক ও অজৈবিক্ উপাদান গুলো কী কী?
উত্তর:- পরিবেশের জৈবিক উপাদানগুলো হচ্ছে- উদ্ভিদ, প্রাণী, পাখি, কীট-পতঙ্গ, অণুজীব ইত্যাদি।

               পরিবেশের অজৈবিক উপাদানসমূহ হচ্ছে – বায়ু, জল, মাটি, ঝরনা, পাহাড়-পর্বত ইত্যাদি।

(খ) উদ্ভিদকে কেনো উৎপাদক বলা হয়?
উত্তর:- উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরী করতে পারে সেই জন্য উদ্ভিদকে উৎপাদক বলা হয়।

(গ) উপভোক্তা কতো প্রকার ও কী কী?
উত্তর:- উপভোক্তা তিন প্রকার । প্রথম শ্রেণীর উপভোক্তা, দিতীয় শ্রেণীর উপভোক্তা, তৃতীয় শ্রেণীর উপভোক্তা ।

(ঙ) তিনটি পরিস্থিতি তন্ত্রের নাম লেখো।
উত্তর:- তিনটি পরিস্থিতি তন্ত্রের নাম হলো – তৃণভূমি, পুকুর ও অরণ্য।

(খ) ঋতু কয়টি ও কী কী?
উত্তর:- ঋতু ছয়টি যেমন- গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত ।

(গ) আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বোঝ?
উত্তর:- আবহাওয়ার বিষয়ে আগে থেকে খবর দেওয়াকে আবহাওয়ার পূর্বাভাস বলা হয়।

(ঘ) আবহাওয়ার তথ্য সংগ্রহকারী তিনটি যন্ত্রের নাম লেখো।
উত্তর:- আবহাওয়ার তথ্য সংগ্রহকারী তিনটি যন্ত্রের নাম – বায়ু বেগমান যন্ত্র বা এ্যানিমনিটার, দিক-নির্ণয় যন্ত্র, বায়ু মোজা।

(ঙ) কোন সরকারী বিভাগ সমস্ত দেশের জন্য আবহাওয়ার পূর্বাভাস প্রস্তুত ও প্রচার করে?
উত্তর:-ভারত সরকারের আবহাওয়া বিজ্ঞান বিভাগ সমস্ত দেশের জন্য আবহাওয়ার পূর্বাভাস প্রস্তুত ও প্রচার করে।

(ক) গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা কী? ওরা কী কী চাষ করে?
উত্তর:- গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা কৃষি। ওরা ধান, ডাল, পাট, সরিষা, তিল, আখ, নানা প্রকার শাক-সবজি ইত্যাদির চাষ করে৷

(খ) চর অঞ্চলের লোকেরা কী কী চাষ করে?
উত্তর:- চর অঞ্চলের লোকেরা সাধারণত রবি শস্যের চাষ করে৷ যেমন- ডাল, সরিষা, লঙ্কা, বেগুন, তরমুজ ইত্যাদি ৷

(গ) জুম চাষ কাকে বলে? এই কৃষি পদ্ধতিতে কী কী চাষ করা হয়?
উত্তর:- পাহাড়ি অঞ্চলের লোকেরা পাহাড়ের জঙ্গল কেটে আগুন লাগিয়ে জ্বালাবার পর পাহাড়ের ঢালু স্থানে কোদাল দিয়ে মাটি কেটে চাষ করে তাকে জুম চাষ বলে। এই পদ্ধতিতে প্রধানত আউস ধান, মকাই, তিল, আদা, হলুদ ইত্যাদি চাষ করা হয়।

(ঘ) নদীর চর অঞ্চলের লোকেরা কীভাবে জীবন নির্বাহ করে?
উত্তর:- নদী-অঞ্চলের লোকেরা কৃষিকার্যের সঙ্গে মৎস্যজীবি হিসেবেও জীবিকা নির্বাহ করে।

(ক) আমাদের কেনো আহারের প্রয়োজন হয় ?
উত্তর:- বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য বা আহারের প্রয়োজন৷ খাদ্য থেকেই আমরা কাজ করার শক্তি পাই। আহার আমাদের দেহের গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। সেই কারণে আমাদের আহারের প্র‍য়োজন হয়৷ 

(খ) খাদ্যের উপাদান গুলো কী কী?
উত্তর:- খাদ্যের উপাদানগুলোর নাম হল- শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, খনিজ দ্রব্য ও জল ।

(গ) সুষম আহার বলতে কী বোঝো? সুষম আহারের প্রয়োজন কেনো?
উত্তর:- আমাদের শরীরের প্রয়োজনীয় শর্করা, প্রোটিন, চর্বি, ভিটামিন, ও খনিজ দ্রব্য যেসব খাদ্যে প্রয়োজনীয় পরিমাণে পাওয়া যায়, তাকে সুষম আহার বলে।

সুষম আহার আমাদেরকে শক্তি প্রদান করে, শরীরের বৃদ্ধি এবং নীরোগ হতে সাহায্যে করে। সুষম আহার গ্রহণ না করলে আমাদের শরীরে প্রয়োজনীয় উপাদানের অভাব হয় সেজন্য সুষম আহার গ্রহণ করা প্রয়োজন ৷

(ঘ) কেনো আমাদের বেশি পরিমাণে জল পান করা উচিত?
উত্তর:- আমাদের বেশি পরিমাণে জল পান করার কারণ –

  • জল শরীরকে ঠান্ডা রাখে ৷
  • জল আহারকে শরীরে সহজে গ্রহণ করার জন্য সরল দ্রবণীয় অবস্থায় আনে।
  •  জল আমাদের শরীরের অপ্রয়োজনীয় পদার্থগুলো ঘাম ও প্রস্রাবরূপে বের করে দিতে সাহায্য করে।

(ক) প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝো?
উত্তর:- প্রকৃতি থেকে বিভিন্ন সামগ্রী আহরণ করে যখন মানুষের বিভিন্ন কাজের জন্য ব্যবহারের উপযোগী করে নেওয়া হয় তখনই তাকে প্রাকৃতিক সম্পদ বলা হয়৷

(গ) অসমের রাষ্ট্রীয় উদ্যানগুলোর নাম লেখো।
উত্তর:- অসমের রাষ্ট্রীয় উদ্যানগুলোর নাম হল – কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যান, মানস রাষ্ট্রীয় উদ্যান, নামেরি রাষ্ট্রীয় উদ্যান, ডিব্রু-সৈখোয়া রাষ্ট্রীয় উদ্যান, ওরাং রাষ্ট্রীয় উদ্যান, রাইমনা রাষ্ট্রীয় উদ্যান, দিহিং-পাটকাই রাষ্ট্রীয় উদ্যান।

(ঘ) অসমের কোন কোন জেলাতে চুনাপাথর পাওয়া যায়?
উত্তর:- অসমের ডিমাহাসাও এবং কার্বি আংলং জেলাতে চুনাপাথর পাওয়া যায়।

(ঙ) অসমের বনাঞ্চলে উপলব্ধ চার প্রকার প্রাণীর নাম উল্লেখ করো ।
উত্তর:- অসমের বনাঞ্চলে উপলব্ধ চার প্রকার প্রাণীর নাম – গণ্ডার, হাতি, ডোরাকাটা বাঘ, বুনো মহিষ, চিতাবাঘ, হরিণ, বন্যশূকর, বুনো গরু, ভালুক, বুনো মহিষ, শিয়াল, উল্লুক, সোনালি বানর ইত্যাদি।

(ক) অসমিয়া সংস্কৃতিতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের যে কোনো দুটো অবদানের বিষয়ে
লেখো।
উত্তর:- অসমিয়া সংস্কৃতিতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের অবদান উল্লেখযোগ্য। তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করে অসমিয়া সমাজকে সমন্বিত করেছেন।

মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব কীর্তন, গীত-পদ, ভাওনা-সভা, নামঘর, খোল-তাল বা করতাল ইত্যাদি বাদ্যযন্ত্রের সৃষ্টি করে অসমিয়া সংস্কৃতিকে এক স্বকীয় রূপে প্রতিষ্ঠিত করেছে৷

(খ) গলায় পরে সে রকম চার প্রকারের অলংকারের নাম লেখো।
উত্তর:- গলায় পরে সে রকম চার প্রকারের অলংকারের নাম হল – সাততরি, মাদুলি, গলপতা, জোনবিরি ৷

(গ) তিন ধরনের নৃত্যের নাম এবং সেগুলোর সঙ্গে জড়িত তিন ধরনের বাদ্যযন্ত্রের নাম লেখো।
উত্তর:- তিন ধরনের নৃত্যের নাম – বরগীত, বিহুগীত, বনগীত, হুঁচরি, ঝুমুর নৃত্য ইত্যাদি।

সেগুলোর সঙ্গে জড়িত তিন ধরনের বাদ্যযন্ত্রের নাম হল – ঢোল, খোল, পেঁপা, গগনা, টকা, সূতলি ইত্যাদি।

(ঘ) চালের গুড়ো থেকে প্রস্তুত হয় এমন চার প্রকার খাদ্যবস্তুর নাম লেখো।
উত্তর:- চাল থেকে তৈরী চার প্রকার খাদ্যবস্তুর নাম – চিড়া, মুড়ি, হুরুম, তিল পিঠা, ঘিলা পিঠা ইত্যাদি।

(ঙ) শিবসাগর জেলার প্রাচীন কীর্তিচিহ্ন দুটোর নাম লেখো।
উত্তর:- শিবসাগর জেলার প্রাচীন কীর্তিচিহ্ন দুটোর নাম হল – রংঘর, তলাতলঘর, কারেংঘর।

(চ) অসমের দুটি মন্দির, দৌল ও সত্রের নাম লেখো।
উত্তর:- অসমের দুটি মন্দিরের নাম হল – কামাখ্যা মন্দির, হয়গ্রীব-মাধব মন্দির।

অসমের দুটি দৌলের নাম হল – শিবদৌল, জয়দৌল।

অসমের দুটি সত্রের নাম হল – আউনিআটি সত্র, কমলাবাড়ি সত্র৷

(ক) প্রাকৃতিকভাবে হওয়া তিনটি দুর্যোগের নাম উল্লেখ করো।
উত্তর:- প্রাকৃতিকভাবে হওয়া তিনটি দুর্যোগের নাম হল – ভূমিকম্প, বন্যা ও সুনামি।

(ঘ) ভূমিস্থলন হওয়ার কারণগুলো লেখো।
উত্তর:- ভূমিস্খলন হওয়ার কারণগুলো হল –
(ক) বনানী ধবংসকরণ
(খ) খনন কার্য
(গ) অবিরত ধারা বর্ষন

(খ) কোন প্রতিষ্ঠানে সরকার বা মানুষ টাকা পয়সার লেন-দেন করে?
উত্তরঃ- ব্যাঙ্কের সাহায্যে সরকার বা মানুষ টাকা পয়সার লেন-দেন করে।

(গ) রোগীদের কোন প্রতিষ্ঠানে চিকিৎসা করা হয়?
উত্তরঃ- রোগীদের চিকিৎসালয় প্রতিষ্ঠানে চিকিৎসা করা হয়৷

(ঘ) সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষা করার কাজে কাদের নিয়োজিত করা হয়েছে?
উত্তরঃ- সমাজে পুলিশদের শান্তিশৃঙ্খলা রক্ষা করার কাজে নিয়োজিত করা হয়েছে

(ঙ) যে কোনো চারটি অনুষ্ঠান-প্রতিষ্ঠানের নাম লেখো।
উত্তরঃ- চারটি অনুষ্ঠান-প্রতিষ্ঠানের নাম - বিদ্যালয়, চিকিৎসালয়, ব্যাঙ্ক, ডাকঘর, গ্রাম পঞ্চায়েত, পুলিশ থানা, গ্রন্থাগার, সমবায় ইত্যাদি।

(ক) ভারতবর্ষের চারসীমায় অবস্থিত রাষ্ট্রগুলোর নাম।
উত্তর:- ভারতবর্ষের চারসীমায় অবস্থিত রাষ্ট্রগুলোর নাম হলো- চিন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভূটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা।

(খ) ভারতবর্ষের কয়েকটি পরিবহন ব্যবস্থার নাম।
উত্তর:- ভারতবর্ষের কয়েকটি পরিবহন ব্যবস্থার নাম হলো - পথ পরিবহন, রেল পরিবহন, জল পরিবহন, আকাশ পথ পরিবহন ও রশি-পরিবহন ব্যবস্থা।

(গ) ভারতের চারটি প্রধান নদীর নাম।
উত্তর:- ভারতবর্ষের চারটি প্রধান নদীর নাম - গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, নর্মদা, কৃষ্ণা, কাবেরী, তাপ্তী ইত্যাদি।

(ঘ) ভারতের দুটি পর্বতের নাম।
উত্তর:- ভারতের দুটি পর্বতের নাম হলো - আরাবল্লী পর্বত, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, নঙ্গ পর্বত ইত্যাদি।

(ঙ) ভারতবর্ষের কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর নাম।
উত্তর:- ভারতবর্ষের কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর নাম হলো - দিল্লি, চণ্ডীগড়, পণ্ডিচেরী, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ , লাক্ষাদ্বীপ, দমন ও দিউ আর দাদরা ও নগর হাভেলি, জম্মু-কাশ্মীর ও লাদাখ৷

(চ) আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম।
উত্তর:- আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নাম শ্রী নরেন্দ্র দামোধরদাস মোদী।

(ক) কখন ভারত একটি স্বাধীন রাষ্ট্র স্বীকৃতিলাভ করে?
উত্তর:- ১৯৪৭ সালের ১৫ই আগষ্ট ভারত একটি স্বাধীন রাষ্ট্র স্বীকৃতিলাভ করে।

(খ) ভারতীয় নাগরিকদের কয়টি মৌলিক কর্তব্য আছে?
উত্তর:- ভারতীয় নাগরিকদের ১১টি মৌলিক কর্তব্য আছে।

(গ) সংবিধান সভার সভাপতি কে ছিলেন?
উত্তর:- ড° রাজেন্দ্র প্রসাদ সংবিধান সভার সভাপতি ছিলেন।

(ঘ) সংবিধান খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর:-

(ঙ) ভারতীয় সংবিধানটি কবে গৃহীত হয়েছিলো?
উত্তর:- ভারতীয় সংবিধানটি ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি থেকে গৃহীত হয়েছিলো।

(ক) পাওয়ার টিলার কী?
উত্তর:- পাওয়ার টিলার হচ্ছে একপ্রকার যন্ত্রচালিত লাঙল ৷ 

খ) শীতল ভান্ডার কী?
উত্তর:- তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এমন খাদ্য সামগ্রী যেমন - শাক সবজি, ফল-মূল ইত্যাদিকে এক নির্দিষ্ট উষ্ণতায় ঠান্ডা রাখার জন্য যে গোলা ভান্ডার ব্যবহার করা হয় তাকে শীতল ভান্ডার বলে।

(ঙ) প্রযুক্তির সাহায্যে বিদ্যুৎ বিল কীভাবে পরিশোধ করতে পারি?
উত্তর:- বিদ্যুৎ বিল পরিশোধ করতে আমরা UPI, QR Code বা স্ক্যানার ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করতে পারি৷

(ক)) উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহের নাম লেখো ৷
উত্তর:- উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহের নাম হলো - অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা ও সিকিম ।

(খ) উত্তর-পূর্ব ভারতের কয়েকটি জনগোষ্ঠীর নাম লেখো।
উত্তর:- উত্তর-পূর্ব ভারতের কয়েকটি জনগোষ্ঠীর নাম হলো- আদি, নিশি, ডিমাসা, বোড়ো, খাসিয়া, গারো, মিজো, মার, আঙ্গামি, সেমা, মণিপুরি, কুকি, ত্রিপুরি, চাকমা, লেপচা, নেপালি ইত্যাদি।

(গ) উত্তর-পূর্ব ভারতকে সাতবোনের দেশ কেন বলা হয়?

উত্তর:- বিশাল ভারতবর্ষের উত্তর-পূর্ব অংশে আমাদের অসম রাজ্য অবস্থিত। অসমের পাশাপাশি অন্যান্য রাজ্যগুলো হল - অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা। এগোলো আমাদের প্রতিবেশী রাজ্য। অসমসহ এই সাতটি রাজ্যকে সাতবোনের দেশ বলা হয়৷

(ঘ) উত্তর-পূর্ব ভারতের তিনতি স্বাস্থ্যকর স্থানের নাম লেখো।
উত্তর:- উত্তর-পূর্ব ভারতের তিনতি স্বাস্থ্যকর স্থানের নাম - অসমের হাফলং, অরুণাচলের তাওয়াং ও মেঘালয়ের শিলং।

২। শূন্যস্থান পূরণ করো-

(ক) ______ মরুভূমির প্রধান প্রাণী।
উত্তর:- উট মরুভূমির প্রধান প্রাণী।

(খ) সাদাভালুক______অঞ্চলে বাস করে।
উত্তর:- সাদাভালুক মেরু অঞ্চলে বাস করে।

(গ) তৃণভূমি অঞ্চলের বৃহৎ এলাকাতে ________ পাওয়া যায়।
উত্তর:- তৃণভূমি অঞ্চলের বৃহৎ এলাকাতে ঘাস পাওয়া যায়।

(ঘ) মরুভূমিতে _______ জাতীয় উদ্ভিদ হয়।
উত্তর:- মরুভূমিতে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ হয়।

(ঙ) সূর্যের আলো পরিবেশের একটি _______ উপাদান।
উত্তর:- সূর্যের আলো পরিবেশের একটি অজৈবিক উপাদান।

(ক) শামুক হল…….. উপভোক্তা।
উত্তর :- প্রথম শ্রেণীর

(খ) একের চেয়ে অধিক……. মিলে খাদ্যজাল সৃষ্টি হয়।
উত্তর :- পরিস্থিতি তন্ত্র ।

(গ) ঈগল পাখি হল……… শ্রেণির উপভোক্তা

উত্তর :- তৃতীয় শ্রেণীর ।

(ঘ) খাদ্যজালে একের চেয়ে …… খাদ্যশৃঙ্খল
থাকে।
উত্তর :- বেশি।

(ক) গরমদিনে ……. কাপড় পরিধান খুবই আরামদায়ক ৷
উত্তর:- পাতলা সুতির ।

(খ) বাতাসের দিক নির্ণয়ে…….. যন্ত্র ব্যবহার করা হয়।
উত্তর:- দিক নির্ণয় ।

(গ) বায়ুমোজা বাতাসের…….. এবং…….. জানতে ব্যবহার করা হয়।
উত্তর:- গতিবেগ এবং দিক নির্ণয়

(ঘ) ঝড় এলে আকাশে …….. ও মেঘগর্জন হয়।
উত্তর:- বিদ্যুৎ চমকায় ।

(ক) খরা মরশুমে পাহাড়ি অঞ্চলে _________ অভাব হয়।
উত্তর:- জলের৷

(খ) পাহাড়ি অঞ্চল ছাড়া বাকি অঞ্চলগুলো সাধারণত __________ ভূমি।
উত্তর:- সমতল৷

(গ) পাহাড়ি অঞ্চলের মানুষরা সাধারণত__________ করে।
উত্তর:- জুম চাষ৷

(ঘ) অসমের পাহাড়, সমতল দুটো স্থানেই _________ দেখা যায়।
উত্তর:- শররাঞ্চল।

(ঙ) _________ মানুষেরা কুটির শিল্পের সঙ্গে জড়িত।

উত্তর:- গ্রামের৷

(ক) বেঁচে থাকার জন্য _________ প্রয়োজন৷
উত্তর:- আহারের ৷

(খ) আমাদের দেহের গঠন এবং বৃদ্ধিতে সাহায্যকারী উপাদানগুলো হল _______৷
উত্তর:- শর্করা ও প্রোটিন ৷

(গ) সবুজ শাক-সবজি এবং ফল-মূলে ________ ________থাকে।
উত্তর:- ভিটামিন ও খনিজ লবণ৷

(ঘ) প্রয়োজনীয় পরিমাণে সবগুলো উপাদানে সমৃদ্ধ খাদ্যকে _______আহার বলে৷
উত্তর:- সুষম।

(ঙ) ভিটামিন _______ এর অভাবে চোখের দৃষ্টি শক্তি কমে যায়।
উত্তর:- A

(ক) ২১ মার্চ দিনটিকে ……………. হিসাবে পালন করা হয়।
উত্তর:- বিশ্ব বন দিবস ।

(খ) প্রাকৃতিকভাবে লব্ধ সকল সামগ্রী
……………….. নয়।
উত্তর:- সম্পদ ৷

(গ) ………………. এর কয়লাখনি খুব পুরোনো।
উত্তর:- মাকুম ।

(ঘ) সিমেন্ট প্রস্তুত করতে …………… ব্যবহার করা হয়।
উত্তর:- চুনাপাথর ৷

(ঙ) ……………. ও ……………… অসমের দুটি প্রধান নদী৷
উত্তর:- বরাক ও ব্রহ্মপুত্র ৷

(ক) বৈশাখে _________পালন করা হয়।
উত্তর:- বহাগ বিহু বা রঙালি বিহু

(খ) খেরাই পূজা __________ দের পালিত উৎসব।
উত্তর:- বোড়ো ।

(গ) বিহু _________ জাতীয় উৎসব।
উত্তর:- অসমের ৷

(ঘ) মিসিংরা __________ পালন করে।
উত্তর:- আলি-আই-লৃগাঙ ।

(ঙ) করম পুজা ________ রা পালন করে।
উত্তর:- আদিবাসী ৷

(ক) ১৯৫০ সনে অসমে বড়ো ________ হয়েছিলো।
উত্তর:- ভূমিকম্প ।

(খ) বনানীকরণের মাধ্যমে _________ রোধকরতে পারি।
উত্তর:- ভূমিস্খলন ।

(গ) বজ্রপাত হয়ে প্রাকৃতিকভাবে জঙ্গলে _________ লাগে ।
উত্তর:- আগুন ।

(ঘ) বাঘজান তৈলক্ষেত্রের বিস্ফোরণ একটি _________ দুর্ঘটনা।
উত্তর:- ঔদ্যোগিক ।

(ক) পরিবেশ প্রদুষিত করার পদার্থগুলোকে ________ বলা হয়।
উত্তর:- পরিবেশ প্রদুষিত করার পদার্থগুলোকে প্রদূষক বলা হয়।

(খ) ইন্ধন পোড়ালে বায়ুমণ্ডলে ____________ গ্যাসের পরিমাণ বেড়ে যায়।
উত্তর:- ইন্ধন পোড়ালে বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়ে যায়।

(গ) কৃষি কার্যে রাসায়নিক সারের পরিবর্তে __________ সার ব্যবহার করা উচিত।
উত্তর:- কৃষি কার্যে রাসায়নিক সারের পরিবর্তে পচন সার বা কেঁচো সার ব্যবহার করা উচিত।

(ঘ) শব্দ প্রদূষণের ফলে মানুষের __________শক্তি কমে যেতে পারে।
উত্তর:- শব্দ প্রদূষণের ফলে মানুষের শ্রবণ শক্তি কমে যেতে পারে।

(ঙ) পরিবেশের প্রত্যেকটি উপাদানকে __________ করে রাখা আমাদের সবার কর্তব্য ও দায়িত্ব।
উত্তর:- পরিবেশের প্রত্যেকটি উপাদানকে প্রদূষণমুক্ত করে রাখা আমাদের সবার কর্তব্য ও দায়িত্ব।

(ক) মুম্বাই ভারতের আধুনিক ________ উদ্যোগের প্রধান কেন্দ্র ।
উত্তর:-মুম্বাই ভারতের আধুনিক ___বস্ত্র____ উদ্যোগের প্রধান কেন্দ্র।

(খ) কাগজ উদ্যোগের প্রধান কাঁচামাল হল __________ ।
উত্তর:- কাগজ উদ্যোগের প্রধান কাঁচামাল হল ____বাঁশ __।

(গ) ভারতের সবচেয়ে বেশি রেশম কাপড় _________ রাজ্যে উৎপন্ন করা হয়।
উত্তর:-ভারতের সবচেয়ে বেশি রেশম কাপড় __কর্ণাটক__  রাজ্যে উৎপন্ন করা হয়।

(ঘ) চিনি উদ্যোগের প্রধান কাঁচামাল হল ____________।
উত্তর:- চিনি উদ্যোগের প্রধান কাঁচামাল হল ____আখ____।

(ক) ছাত্র-ছাত্রীরা __________ এ লেখা-পড়া শেখে।
উত্তরঃ- ছাত্র-ছাত্রীরা ___বিদ্যালয়___ এ লেখা-পড়া শেখে।

(খ) পশু-পাখির চিকিৎসার জন্য __________ আছে।
উত্তরঃ- পশু-পাখির চিকিৎসার জন্য পশু চিকিৎসক ও চিকিৎসালয় আছে।

(গ) রাস্তাঘাটের যানবাহন _________ নিয়ন্ত্রণ করে।
উত্তরঃ- রাস্তাঘাটের যানবাহন __পুলিশ___ নিয়ন্ত্রণ করে।

(ঘ) গ্রামের শাসন ব্যবস্থাকে ___________ শাসন ব্যবস্থা বলে।
উত্তরঃ- গ্রামের শাসন ব্যবস্থাকে _পঞ্চায়েতীরাজ__শাসন ব্যবস্থা বলে।

(ক) ভারতবর্ষে ___________ টি রাজ্য আছে।
উত্তর:- ভারতবর্ষে ____২৮____ টি রাজ্য আছে।

(খ) গুয়াহাটি এবং দিল্লির মধ্যে __________ খ্রিস্টাব্দে বিমান চলাচল আরম্ভ হয়।
উত্তর:- গুয়াহাটি এবং দিল্লির মধ্যে __১৯৮১___খ্রিস্টাব্দে বিমান চলাচল আরম্ভ হয়।

(গ) ভারতে মোট __________ টা প্রধান জাহাজ বন্দর আছে।
উত্তর:- ভারতে মোট ____১২____ টা প্রধান জাহাজ বন্দর আছে।

(ঘ) ____________ভারতের রাজধানী ।
উত্তর:- ___দিল্লি____ভারতের রাজধানী।

(ক) আমরা ১৯৫০ খ্রিস্টাব্দ থেকে প্রতিবছর ২৬ শে জানুয়ারি __________ হিসাবে পালন করি।
উত্তর:- আমরা ১৯৫০ খ্রিস্টাব্দ থেকে প্রতিবছর ২৬ শে জানুয়ারি ___গণতন্ত্র___ দিবস হিসাবে পালন করি।

(খ) ___________ সংবিধানটি একটি দীর্ঘতম সংবিধান
উত্তর:- __ভারতের___ সংবিধানটি একটি দীর্ঘতম সংবিধান।

(গ) ভারতবর্ষ একটি সার্বভৌম ___________ গণরাজ্য।
উত্তর:- ভারতবর্ষ একটি সার্বভৌম, __গণতান্ত্রিক___ গণরাজ্য।

(ঘ) প্রত্যেক দেশ বা রাষ্ট্রের একটি নিজস্ব _________আছে।
উত্তর:- প্রত্যেক দেশ বা রাষ্ট্রের একটি নিজস্ব __সংবিধান___ আছে।

(ঙ) __________ খ্রিস্টাব্দের __________আগষ্ট ভারত স্বাধীনতা লাভ করে।
উত্তর:- ____১৯৪৭___ খ্রিস্টাব্দের ____১৫ই____ আগষ্ট ভারত স্বাধীনতা লাভ করে।

(ক) আমরা সবাই ___________ তৈরি করে বাস করি।
উত্তর:- আমরা সবাই  ___সমাজ__ তৈরি করে বাস করি।

(খ) ___________ হল সমাজের এক শ্রেণির মানুষের ভুল ধারণা।
উত্তর:- ___অন্ধবিশ্বাস__ হল সমাজের এক শ্রেণির মানুষের ভুল ধারণা।

(গ) দীর্ঘদিন পর্যন্ত সমস্যা বজায় থাকলে সমাজে _________ সৃষ্টি হয়।
উত্তর:- দীর্ঘদিন পর্যন্ত সমস্যা বজায় থাকলে সমাজে __অশান্তির___ সৃষ্টি হয়। 

(ঘ) জনসাধারণের সচেতনতা এবং ____________না থাকলে কোনো সমস্যার সমাধান হয় না।
উত্তর:- জনসাধারণের সচেতনতা এবং ____সহযোগিতা ___না থাকলে কোনো সমস্যার সমাধান হয় না।

(ঙ) যারা লেখা-পড়া জানে না তাদেরকে ___________ বলে ।
উত্তর:- যারা লেখা-পড়া জানে না তাদেরকে ___নিরক্ষর___ বলে ।

কে) মেঘালয়ের ................... পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।
উত্তর:- মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়।

(খ) মণিপুর রাজ্যের .................. হ্রদ প্রাকৃতিকভাবে সৃষ্ট এক বৃহৎ হ্রদ।
উত্তর:- মণিপুর রাজ্যের লোকতাক হ্রদ প্রাকৃতিকভাবে সৃষ্ট এক বৃহৎ হ্রদ।

(গ) শিলং একটি ..............স্থান৷
উত্তর:- শিলং একটি স্বাস্থ্যকর স্থান।

(ঘ) চা উৎপাদনের ক্ষেত্রে ................ ভারতের মধ্যে প্রথম ।
উত্তর:- চা উৎপাদনের ক্ষেত্রে অসম ভারতের মধ্যে প্রথম ।

(ঙ) ............... খাসিয়াদের একটি উৎসবের নাম।
উত্তর:- নংক্রেন খাসিয়াদের একটি উৎসবের নাম।

৩। নীচের উক্তিগুলো শুদ্ধ করে লেখো

(ক) সাদাভালুক/ হরিণ/ জেব্রা মেরু অঞ্চলের প্রাণী।
উত্তর:- সাদাভালুক মেরু অঞ্চলের প্রাণী।

(খ) সিল/ বল্গাহরিণ/ চমরী গোরু বা ইয়াক এর শাখা-প্রশীখাযুক্ত শিং থাকে।
উত্তর:- বল্গাহরিণ এর শাখা-প্রশীখাযুক্ত শিং থাকে।

(গ) জিরাফ/ সিংহ/ বাঘ তৃণভোজী প্রাণী৷
উত্তর:- জিরাফ তৃণভোজী প্রাণী।

৩। শুদ্ধ উত্তর বেছে বের করো-

(ক) খাদ্যশৃঙ্খলের শুরুতে সবসময় উদ্তিদ/ প্রাণী/ অনুজীব থাকে।
উত্তর :- উদ্ভিদ

(খ) বিয়োজক/ উৎপাদক / উপভোক্তা খাদ্য প্রস্তুত করে।
উত্তর :- উৎপাদক

(গ) উৎপাদক/ বিয়োজক/ উপভোক্তা মৃতদেহ পচে গলে যেতে সাহায্য করে।
উত্তর :- বিয়োজক

৪। নীচের বাক্যগুলো শুদ্ধ না অশুদ্ধ লেখো।

(ক) প্রাচীন কালে মানুষ স্থায়ীভাবে ঘর-বাড়ি বানিয়ে উন্নত জীবন যাপন করতো।
উত্তর:- অশুদ্ধ ।

(খ) উদ্যোগ, চাকরি, ব্যবসা ইত্যাদি নগর অঞ্চলের লোকের জীবিকা নির্বাহের মূল উপায়।
উত্তর:- শুদ্ধ ।

(গ) শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চলে যানবাহনের সংখ্যা কম।
উত্তর:- শুদ্ধ ।

(ঘ) কৃষিকাজ ছাড়াও গ্রাম অঞ্চলের কিছু মানুষ চাকরিজীবি হিসাবে জীবিকা নির্বাহ করে।
উত্তর:- শুদ্ধ ৷

(ঙ) চর অঞ্চলে বসবাসকারী মানুষরা সাধারণত রবি শস্যের চাষ করে।
উত্তর:- শুদ্ধ ৷

৪। শুদ্ধ উত্তরটি বেছে বের করো-

(ক) আমাদের শরীরকে অসুখ থেকে রক্ষাকারী উপাদানগুলো হল 

দুধ ও দৈ/ চর্বি ও প্রোটিন/ ভিটামিন ও খনিজ লবণ।

উত্তর:- ভিটামিন ও খনিজ লবণ ৷

(খ) দীর্ঘদিন ধরে খাদ্যের উপাদানের অভাবে হওয়া অসুখকে কী বলা হয়?

বেরিবেরি/ রাতকানা/ অভাবজনিত রোগ ।

উত্তর:- অভাবজনিত রোগ ।

(গ) বেশি পরিমাণে ভিটামিন C সমৃদ্ধ খাদ্যটি হল-

দুধ/ আমলকী/ সোয়াবিন।

উত্তর:- আমলকী৷

৬। শুদ্ধ উত্তর বেছে লেখো।

(ক) নীচের কোনটি রাষ্ট্রীয় উদ্যান

(১) রাইমনা (২) গরমপানি (৩) পবিতরা

উত্তর:- রাইমনা ।

(খ) নীচের কোন পাখিটি অসমের রাজ্য পাখি?

(১) ময়না (২) ময়ূর (৩) ধনেশ (৪) দেওহাঁস।

উত্তর:- দেওহাঁস।

৫। শুদ্ধ উত্তরটি বেছে বের করো-

(ক) সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করার কাজে কাদের নিয়োজিত করা হয়?
১। চিকিৎসক ২। নার্স ৩। পুলিশ ৪। শিক্ষক
উত্তরঃ- ৩। পুলিশ

(খ) পশু-পাখিদের চিকিৎসার প্রতিষ্ঠান
১। সরকারি চিকিৎসালয় ২। পশু-চিকিৎসালয় ৩। সমবায় ৪। বেসরকারি চিকিৎসালয়
উত্তরঃ- ২। পশু-চিকিৎসালয়। 

  • ৪। ভারত নামের উৎপত্তির বিষয়ে লেখো।
  • উত্তর:- প্রাচীনকালে 'ভরত' নামে একজন খুব প্রতাপী রাজা এ দেশ শাসন করেছিলেন। ভরত রাজার নামানুসারে আমাদের দেশের নাম 'ভারতবর্ষ' হয়েছে বলে পণ্ডিতগণ বলেন। অন্যদিকে ভারতবর্ষের মধ্যে দিয়ে প্রবাহিত সিন্ধু নদী যাকে 'ল্যাটিন' ভাষায় 'ইন্দাজ' বলা হয়,  সেই 'ইন্দাজ' শব্দ থেকে ইংরেজিতে "ইন্ডিয়া" (INDIA) হয় বলে কেউ কেউ মনে করেন।
  • ৫। রাষ্ট্রীয় সংহতি বলতে কী বোঝো ?
    উত্তর:- রাষ্ট্রীয় সংহতি হচ্ছে - রাষ্ট্রের ঐক্য, শান্তি ও প্রগতির মূল চাবিকাঠি ।

৩। ভারতের সংবিধানেরমৌলিক অধিকার কী কী লেখো।

ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলো হলো-

(ক) স্বাধীনতার অধিকার,
(খ) সাংবিধানিক প্রতিকারের অধিকার,
(গ) সমতার অধিকার,
(ঘ) শিক্ষা ও সংস্কৃতির অধিকার,
(ঙ) শোষণের বিরুদ্ধে প্রতিকারের অধিকার,

চ) ধর্মীয় অধিকার।

৪ । অশুদ্ধ বাক্যগুলো শুদ্ধ করে লেখো

(ক) গ্রাম পঞ্চায়েত ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সামাজিক সমস্যাগুলোর সমাধানে সহায়তা করতে পারে।
উত্তর:- শুদ্ধ ।

(খ) কুসংস্কার থেকে সমাজের ক্ষতি হয়।
উত্তর:- শুদ্ধ ৷

(গ) লিঙ্গ-বৈষম্য হলো একটি সামাজিক সমস্যা।
উত্তর:- শুদ্ধ ।

(ঘ) নিরক্ষরতা সমাজ থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কার দূর করতে পারে।
উত্তর:- অশুদ্ধ ।

(ঙ) টাকা-পয়সার অভাব হলে ছোটো ছেলে-মেয়েদের শ্রমিকের কাজে লাগিয়ে উপার্জন করাতে হয়।
উত্তর:- অশুদ্ধ ।

৩। শুদ্ধ না অশুদ্ধ লেখো-

(খ) প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনের মান উন্নত হয়েছে।
উত্তর:- শুদ্ধ।

(খ) ডাকযোগে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে পারে।
উত্তর:- শুদ্ধ।

(গ) রেফ্রিজারেটরে খাদ্যবস্তু রাঁধতে পারি।
উত্তর:- অশুদ্ধ।

(ঘ) কমপিউটারের একটি প্রধান কাজ হলে যোগাযোগ স্থাপন
উত্তর:- শুদ্ধ।

৪। নীচের বাক্যগুলো থেকে অশুদ্ধগুলো বেছে বের করে শুদ্ধ করে লেখো- 

(ক) বর্তমান অরুণাচল প্রদেশ পূর্বে নাগা পাহাড় নামে অসমের অঙ্গ ছিল।
উত্তর:- বর্তমান নাগাল্যান্ড পূর্বে নাগা পাহাড় নামে অসমের অঙ্গ ছিল।

(খ) কার্বি আংলঙ জেলা সমভূমিতে গঠিত।
উত্তর:- কার্বি আংলঙ জেলা মালভূমিতে গঠিত।

(গ) অরুণাচল প্রদেশের দক্ষিণ অঞ্চলে হিমালয় পর্বতমালা অবস্থিত।
উত্তর:- অরুণাচল প্রদেশের উত্তর অঞ্চলে হিমালয় পর্বতমালা অবস্থিত। 

(ঘ) ত্রিপুরা রাজ্যটি সমভূমি দ্বারা আবৃত।
উত্তর:- মিজোরাম রাজ্যটি পাহাড় দ্বারা আবৃত।

(ঙ) মিজোরামে লোকতাক হ্রদ আছে।
উত্তর:- মণিপুরে লোকতাক হ্রদ আছে।

৫। কোন কোন রাজ্যকে একসঙ্গে 'উত্তর-পূর্ব ভারত' বলা হয়?

উত্তর:- অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও সিকিম এই রাজ্যগুলোকে একসঙ্গে 'উত্তর-পূর্ব ভারত' বলা হয়।

২। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও –

উত্তর:-

৩। ‘ক’ অংশের সঙ্গে ′খ’ অংশ মেলাও –

উত্তর:-

৫। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশ মেলাও –
উত্তর:-

২। ‘ক’ অংশের সঙ্গে ‘খ’ অংশে মেলাও-

উত্তর:-

৩। 'ক' অংশের সঙ্গে 'খ' অংশ মেলাও-

'ক''খ' 
তেল শোধনাগার কাঁঠালগুড়ি
গ্যাস প্ল্যান্টনামরূপ
পাট উদ্যোগ নুমালিগড়
সার উদ্যোগশিলঘাট

উত্তর:- 

1.ভারতের চারটি বৃহৎ উদ্যোগের নাম হলো ―

ক) চা উদ্যোগ।
খ) চিনি উদ্যোগ।
গ) লোহা ও ইস্পাত উদ্যোগ এবং
ঘ) কার্পাস বস্ত্র উদ্যোগ।

২। 'ক' অংশের সঙ্গে 'খ' অংশ মিলিয়ে লেখো।

'ক' অংশ'খ' অংশ
সিকিমতামিলনাড়ুহরিয়ানাঝাড়খণ্ডমহারাষ্ট্ররাচিমুম্বাইচেন্নাইগ্যাংটকচণ্ডীগড়

উত্তর:-

৩ । 'ক' অংশের সঙ্গে 'খ' অংশ মেলাও -

'ক''খ'
অন্ধবিশ্বাসের কোনোপরিবারের আর্থিক অনটনের জন্যঅন্ধবিশ্বাস, লিঙ্গ বৈষম্য, শিশু শ্রমিক ইত্যাদিমানব সমাজেরশিশু শ্রমিকের সৃষ্টি হয়সামাজিক সমস্যাবৈজ্ঞানিক ভিত্তি নেই

উত্তর:- 

২। 'ক' অংশের সঙ্গে 'খ' অংশ মেলাও-

'ক''খ'
কি-বোর্ডমাউসসি পি ইউমনিটরনির্দেশিত কাজগুলো করে এবং সংরক্ষণ করে রাখে।কাজ এবং কাজের ফলাফল দেখতে পাই।মনিটরের কথাগুলো নিয়ন্ত্রণ করে কাজ করতে পারি।লিখিত আকারে নির্দেশ পাঠাতে পারি।

উত্তর:-

আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তি (পাঠ-১৫) Class V EVS Lesson 15 Question Answer

২। 'ক' অংশের সঙ্গে 'খ' অংশ মেলাও

'ক' অংশ'খ' অংশ
অরুণাচল প্রদেশনাগাল্যান্ডত্রিপুরা মণিপুরমিজোরামকোহিমাইস্ফলআইজলইটানগরআগরতলা

উত্তর:-

আমাদের প্রতিবেশী রাজ্যসমূহ (পাঠ-১৬) শূন্যস্থান পূর্ণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *